ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সতীর্থকে ডি ভিলিয়ার্সের উপহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মে ২১, ২০১৫
সতীর্থকে ডি ভিলিয়ার্সের উপহার ছবি : সংগৃহীত

ঢাকা: আইপিএলের এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৭১ রানের ‍বিশাল ব্যবধানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ নিশ্চিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ সেরা হন এবি ডি ভিলিয়ার্স।

তবে, তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি সতীর্থ মানদিপ সিংকে উপহার হিসেবে দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

ডি ভিলিয়ার্স ও মানদিপের ব্যাটে ভর করে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় বেঙ্গালুরু। ৪৬ রানের মধ্যে ক্রিস গেইল ও বিরাট কোহলির বিদায়ের পর এ দু’জন মিলে ১১৩ রানের পার্টনারশিপ গড়েন। দলীয় ১৫৯ রানে ব্যক্তিগত ৬৬ রানে (৩৮ বল) ভিলিয়ার্স আউট হলেও অপর প্রান্তে ৩৪ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন মানদিপ।

পুরস্কার বিতরণী পর্বে ভিলিয়ার্স বলেন, ‘গত দু্ই ম্যাচে অামার পারফরম্যান্স ভাল হয়নি। এ ম্যাচে ১৮০ রান কিভাবে হলো এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। মনে হচ্ছিল, আমরা হয়তো ১৪০ রান করতে পারব। মানদিপই ম্যাচ সেরা ইনিংস খেলেছে। তার ইনিংসের কল্যাণেই বড় স্কোর করা সম্ভব হয়েছে। আমার অ্যাওয়ার্ডটা তাকে উপহার হিসেবে দেব। ’

দক্ষিণ অাফ্রিকান অধিনায়ক আরও বলেন, ‘চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি মোটেই সহজ হবে না। তারা এর আগে আইপিএলসহ চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে। তাই আমাদের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। ’

উল্লেখ্য,  আগামীকাল (শুক্রবার) চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে। জয়ী দল কলকাতার ইডেন গার্ডেনসে ২৪ মে’র ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘন্টা, মে ২১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।