ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৯৮৩ বিশ্বকাপের আদলে চলচিত্র নির্মাণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মে ১১, ২০১৫
১৯৮৩ বিশ্বকাপের আদলে চলচিত্র নির্মাণ

ঢাকা: ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের মত শিরোপা জিতে ভারত। আর সে বিশ্বকাপের আদলে ভারতের পুরস্কার প্রাপ্ত পরিচালক সঞ্জয় পুরান সিং চৌহান একটি চলচিত্র নির্মাণের উদ্দ্যোগ নিয়েছেন।

যা আগামী বছর মুক্তি দেয়া হবে।

এখনও নাম ঠিক না হওয়া চলচিত্রের প্রোযোজক বিষ্ণু বর্ধণ ইন্দুরি এ ব্যাপারে বলেন, ‘আমরা এ ছবির প্রথম পর্যায়ের কাজ করছি। আগামী বছর ছবিটি মুক্তি দেয়া হবে। আর এই মুহূর্তে আমি এ ছবি সম্পর্কে কিছুই বলতে পারবো না। ’

এ ছবিতে কারা অভিনয় করবেন এ প্রশ্নের জবাবে ইন্দুরি বলেন, ‘আমি এটা বলতে পারবো না যে, অভিনেতা বা অভিনেত্রী হিসেবে আমরা প্রতিষ্ঠিত কাউকে নেব, নাকি নতুন কাউকে নেব। এ ব্যাপারটি পরিস্থিতির উপর নির্ভর করছে। ’

১৯৮৩ বিশ্বকাপের ফাইনালে আগের দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় কপিল দেবে’র ভারত।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।