ঢাকা: ক্যারিয়ার সেরা ট্রিপল সেঞ্চুরি করে ইংল্যান্ড জাতীয় দলে আবারো ফেরার ইঙ্গিত দিলেন কেভিন পিটারসন। ইংলিশ কাউন্টি লিগে লিচেস্টাশায়ারের বিপক্ষে ৩২৬ রান করে অপরাজিত থাকেন এ ডানহাতি ব্যাটসম্যান।
এর আগে ইংলিশ দলের নতুন পরিচালক পিটারসনের সাবেক সতীর্থ অ্যান্ড্রু স্ট্রাউস দলটির প্রধান নির্বাহী টম হ্যারিসনের সঙ্গে দেখা করার ব্যাপারটি নিশ্চিত করেছিলেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এ ক্রিকেটার। গতকালের এ সাক্ষাৎ অনেকটাই প্রমাণ করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি।
পিটারসন সর্বশেষ ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড অ্যাশেজ সিরিজে ‘হোয়াইটওয়াশ’ হলে দল থেকে বাদ পড়েন পিটারসন।
পিটারসন এখন পর্যন্ত ইংলিশদের হয়ে ১০৪ টেস্ট ও ১৩৬টি ওয়ানডে খেলেছেন। সাদা পোশাকে ৪৭.২৮ গড়ে ২৩টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরি সহ ৮১৮১ রান করেছেন। আর সীমিত ওভারের খেলায় ৪০.৭৩ গড়ে নয়টি সেঞ্চুরি ও ২৫টি হাফ সেঞ্চুরিতে ৪৪৪০ রান করেছেন।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মে ১২, ২০১৫
এমএমএস