ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাক-ভারত প্রথম টেস্ট কলকাতায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মে ১৩, ২০১৫
পাক-ভারত প্রথম টেস্ট কলকাতায় ছবি : সংগৃহীত

ঢাকা: এ বছর যদি পাকিস্তান-ভারত দ্বিপক্ষীয় সিরিজ হয় তবে প্রথম টেস্ট ম্যাচ কোলকাতার মাঠে আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান জাগমোহন ডালমিয়া। এমনটি জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় মুখপাত্র।



এর আগে গত রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছিল, তারা আশা করছে ভারতের বিপক্ষে আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। তবে এ ব্যাপারে ভারত এখন পর্যন্ত কোন কিছু জানায়নি।

রোববার (১০ মে) ডালমিয়ার সঙ্গে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের সাক্ষাতের পর তিনি জানিয়েছিলেন, ‘আমরা একটা ব্যাপার পরিষ্কার করতে চাই যে, বিশ্ব দেখতে চায় পাকিস্তান ও ভারত দ্বিপক্ষীয় সিরিজ খেলছে। ’

২০০৮ সালের নভেম্বরে পাকিস্তনী জঙ্গিদের দ্বারা মুম্বাই হামলায় ১৬৬ জন নিহত হলে এরপর থেকে দু’দেশের মাঝে কোন পূর্ণাঙ্গ সিরিজ অনুষ্ঠিত হয়নি। তবে ২০১২-১৩ মৌসুমে দু’দেশের মাঝে একটি সিমীত ওভারের সিরিজ অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।