ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রুপালী ব্যাংকের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মে ১৪, ২০১৫
রুপালী ব্যাংকের জয়

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেটে সুপার লিগের খেলায় জয় পেয়েছে রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। এভি স্পোর্টিং ক্লাবকে ৩৫ রানে হারিয়েছে তারা।



বৃহস্পতিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) চার নম্বর মাঠে রুপালী ব্যাংকের দেয়া ২০৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৫০ ওভারে ৯ উইকেটে ১৭৩ রানের বেশি করতে পারেনি এভি স্পোর্টিং ক্লাব।

২০৯ টার্গেটে ব্যাটিংয়ে নামা দলকে দারুণ সূচণা এনে দেন দুই ওপেনার। ওপেনিং জুটি থেকে আসে ৫২ রান। শাহনাজ পারভীন ৩০ রান করে বিদায় নেওয়ার পর দ্বিতীয় উইকেটে রেশমা আক্তারকে নিয়ে ফারজানা ববি যোগ করেন ৪২ রান। দলীয় ৯৫ রানে শাহনাজ পারভীন ৩৮ রান করে বিদায় নিতেই ছন্দ হারায় এভি স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যানরা।

মাত্র ১১ রানের ব্যবধানে ‍পাঁচ উইকেট হারায় তারা। দলীয় ১০৬ রানে ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে পান্না ঘোষের দল। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ১৭৩ রান করে এভি স্পোর্টিং ক্লাব। তিথি রানি ২০ ও ফেরদৌসি ১১ রানে অপরাজিত থাকেন।

জান্নাতুল ফেরদৌসি ও কুমুদিনী তিনটি করে উইকেট নেন। একটি করে উইকেট দখল করেন লতা মন্ডল ও সাথিরা জাকির।

এর আগে সকালে টস জিতে ব্যাটিংয়ে নামেন রুপালী ব্যাংকের ক্রিকেটাররা। ওপেনার শামিমা সুলতানা (৫০), ফারজানা হক (৫৮) ও লতা মন্ডলের (৫৩*) অপরাজিত অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২০৮ রান করে রপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।

পান্না ঘোষ ও তিথি রানি দুটি করে উইকেট দখল করেন। একটি উইকেট নেন লিলি রানি।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।