ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলিভেন পাঞ্জাবকে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করলো চেন্নাই সুপার কিং। প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাবের দেয়া ১৩১ রানের জবাবে তিন উইকেট ও হারিয়ে জয় নিশ্চিত করে চেন্নাই।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১০ রানেই প্রথম দুই উইকেট হারায় চেন্নাই। তবে তৃতীয় উইকেট জুটিতে ৯২ রান যোগ করে দলকে জয়ের দিকে নিয়ে যান ফাফ ডু প্রেসিস ও সুরেশ রাইনা। ডু প্লেসিস ৫৫ রান করে আউট হলেও ৪১ রান করে চেন্নাইকে জয়ের বন্দরে নিয়ে যান রাইনা। অধিনায়ক ধোনির ব্যাট থেকে আসে অপরাজিত ২৫ রান।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই বোলারদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান আসে সাত নম্বরে ব্যাটিংয়ে নামা আকসার প্যাটেলের উইলো থেকে। আর ২৫ রান করেন হেনড্রিক্স।
চেন্নাইয়ের হয়ে ৪ ওভার বোলিং করে ২৫ রানের বিনিময়ে দুই উইকেট নেয়া পাওযান নেগি ম্যাচ সেরা হন। এছাড়া একটি করে উইকেট নেন ঈশ্বর পান্ডে, আশিস নেহেরা, রবিচন্দ্রন আশিন, রবিন্দ্র জাদেজা ও ডোয়েন ব্রাভো।
১৪ ম্যাচে নয় জয় ও পাঁচ হারে পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে চেন্নাই। আর সমান ম্যাচ খেলা পঞ্জাব ৩ জয় ও ১১ হারে সবার তলানিতে রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এমএমএস