ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কেপি’র পাশে মাইকেল ক্লার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মে ১৭, ২০১৫
কেপি’র পাশে মাইকেল ক্লার্ক কেভিন পিটারসেন ও মাইকেল ক্লার্ক

ঢাকা: সম্প্রতি ইংলিশ কাউন্টি লিগে ক্যারিয়ার সেরা ট্রিপল সেঞ্চুরি করে ইংল্যান্ড জাতীয় দলে ফেরার সম্ভাবনা জাগিয়েছিলেন কেভিন পিটারসেন। তবে শেষ পর্যন্ত দলের নতুন পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস পিটারসেনের দলে ফিরে আসার ব্যাপারটি নাকোচ করে দেন।



এদিকে ইংলিশ দল থেকে পিটারসেনের অপসারণের ব্যাপারটিকে ভালো ভাবে দেখছেন না অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি মনে করেন, ডানহাতি এ ব্যাটসম্যানের অনুপস্থিতিতে ইংল্যান্ড দলটি দুর্বল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে এক সাক্ষাৎকারে ক্লার্ক বলেন, ‘পিটারসেন সম্পর্কে আমি দুটি বিষয়ে বলব। প্রথমত, ব্যক্তিগত দিক থেকে আমি তাকে খুব ভালো জানি। ইংলিশ দলে তাকে খেলতে দেখলে আমি খুশি হব। সে অসাধারণ একজন ক্রিকেটার। আর আমি জানি এখনও সে দলে খেলতে চায়। ’

ক্লার্ক আরো বলেন, ‘পিটারসেনের ব্যাপারে অন্য দিকটি হচ্ছে আমরা সমানেই ইংল্যান্ডে অ্যাশেজ খেলতে যাচ্ছি। আর আমি মনে করি, পিটারসেন ছাড়া ইংলিশ দল শক্তিশালী না। সে লম্বা সময় ধরে দলের হয়ে ভালো খেলেছে। সে এখনও ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ১৭ মে, ২০১৫
এমএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।