ঢাকা: পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে ক্রিকেট খেলার জয় উদযাপন করার কারণে একজনকে হত্যা করেছে দেশটির সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত তালেবানরা। একই সঙ্গে তারা আরও পাঁচজনকে আহত করেছে।
পাকিস্তানের জনপ্রিয় দৈনিক ‘ডন’ ন্যাক্কারজনক এ ঘটনাটি প্রকাশ করে।
কারিকোট গ্রামের স্থানীয় একটি ক্রিকেট ম্যাচ শেষে বিজয়ী দলের সদস্যরা ড্রাম বাজিয়ে আনন্দ উদযাপন করছিলেন। এমন সময় তালেবানদের পক্ষ থেকে ক্রিকেটারদের ড্রাম বাজিয়ে আনন্দ করা থেকে বিরত থাকতে আদেশ দেওয়া হয়। কিন্তু এরপরও ক্রিকেটাররা আনন্দ করতে থাকলে স্থানীয় তালেবান নেতা আইনুল্লাহর নেতৃত্বে তাদের উপর গুলি চালানো হয়।
এতে ঘটনাস্থলেই ১৬ বছর বয়সী মারকাই নামের এক ক্রিকেটার নিহত হন। গুলিবিদ্ধ বাকি পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় বলে জানায় পাকিস্তানের সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১৭ মে ২০১৫
এমআর