ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম নিয়ে বিসিবির সন্তোষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মে ১৭, ২০১৫
খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম নিয়ে বিসিবির সন্তোষ ফাইল ফটো

নারায়ণগঞ্জ: আসছে জুনেই ভারতের বিপক্ষে হোম সিরিজে মুখোমুখি হবে টিম বাংলাদেশ। সিরিজে তিনটি একদিনের ও একটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।



সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি ১০ জুন শুরু হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

রোববার (১৭ মে) বিকেলে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেডিয়াম পরিদর্শনে যান। তারা মাঠের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সমস্যা চিহ্নিত করে তা সমাধানের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন মাঠ পরিদর্শন শেষে বলেন, ‘মাঠ পুরোপুরি ঠিক আছে। উইকেটে কোন সমস্যা নেই। ড্রেসিং রুম, ভিআইপি বক্স, হসপিটালিটি বক্স সব কিছুই পরিপাটি আছে।

‘তবে অনেক দিন খেলা না হওয়ার কারণে টুকটাক যে সমস্যা হওয়ার কথা, সেটা আছে। আমরা এর তালিকা তৈরি করেছি। কিছুদিনের মধ্যেই এর সমাধান করা হবে,’ বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফতুল্লায় খেলা দেখবেন এমন কোনো সিদ্ধান্তের কথা এখনও আমাদের জানানো হয়নি। এলে, সবই জানতে পারবেন। ’

এ সময় অন্যদের মধ্যে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া, গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মে ১৭, ২০১৫
তানভীর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।