ঢাকা: আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট খেলার জন্য ক্যারিবীয় দ্বীপে পাড়ি জমাবে অস্ট্রেলিয়া। আর আসছে সিরিজে পুনরুজ্জীবিত ক্যারিবীয়দের বিপক্ষে বেশ সতর্ক রয়েছে অজিরা, এমনটি জানিয়েছেন ক্যাঙ্গারু অধিনায়ক মাইকেল ক্লার্ক।
ক্লার্ক জানান, ক্যারিবীয়ান কন্ডিশনে সে দলের পেসাররা ভয়ঙ্কর হয়ে থাকে। তবে তিনি আশা করছেন স্বাগতিক সিমারদের তারা ঠিকমতো সামলাতে পারবেন।
এক সাক্ষাতকারে ক্লার্ক বলেন, ‘অবশ্যই আমরা সফলতা চাই। আমাদের কোন কিছুই বদলায়নি। আর আমাদের উদ্দেশ্য একটিই। সেটি হচ্ছে ক্যারিবীয়দের বিপক্ষে আমাদের জয়। ’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি বিপক্ষ দলের বেশ কয়েকজন আক্রমণাত্বক বোলার রয়েছেন। তারা সেরা ডেলিভারী দেওয়ার জন্য মুখিয়ে থাকে। নতুন বলে রিভার সুইং করাতে তাদের জুড়ি নেই। এছাড়া তাদের কয়েকজন ভালো স্পিনারও আছে। তাই এ সিরিজে আমাদের সতর্ক হয়ে খেলতে হবে। ’
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট জিতে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা আনে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ১৮, ২০১৫
এমএমএস