ঢাকা: আইপিএলের এবারের আসরে রেকর্ড ১৬ কোটি রুপির বিনিময়ে (৩.৩১ মিলিয়ন ডলার) যুবরাজ সিংকে দলে ভেড়ায় দিল্লি ডেয়ারডেভিলস। কিন্তু, এ তারকা অলরাউন্ডার মোটেও আস্থার প্রতিদান দিতে পারেন নি।
দিল্লির হয়ে ১৪ ম্যাচের ১৩ ইনিংসে ব্যাট করে ১৯.০৭ গড়ে মাত্র ২৪৮ রান করেছেন যুবরাজ। স্ট্রাইক রেট ১১৮.০৯। দুই ম্যাচে ফিফটি করেন। তার প্রতিটি রানের মূল্য দাঁড়ায় ১৩,৩৪৭ ডলার! মোট রানের সঙ্গে এই অঙ্কটা গুণ করলেই যে দামে তিনি দিল্লিতে যোগ দেন তা বেরিয়ে আসবে।
এই পারফরম্যান্স যুবরাজের জন্য যেমন স্বস্তিদায়ক নয়, ঠিক তেমনি দলের জন্যও সন্তোষজনক নয়। আইপিএলে ভালো খেলে ভারতীয় দলে ফেরার একটা সুযোগ ছিল। কিন্তু, সেটিও তিনি হেলায় হাতছাড়া করলেন।
অন্যদিকে, ১৪ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের চেয়ে এক ধাপ উপরে থেকে এ আসর থেকে বিদায় নেয় দিল্লি।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘন্টা, মে ১৯, ২০১৫
আরএম