ঢাকা: ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। বুধবার সকাল ১০টায় মিরপুর একাডেমিতে কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের কাছে রিপোর্ট করেন ক্রিকেটাররা।
পেসার রুবেলে হোসেন ও সাব্বির রহমান ছাড়া প্রাথমিক স্কোয়াডে থাকা বাকি ২১ জন ক্রিকেটার কন্ডিশনিং কোচের কাছে রিপোর্ট করেন। সকালে মিরপুর একাডেমিতে প্রায় দুই ঘন্টার ফিটনেস পরীক্ষা চলে ক্রিকেটারদের। তামিম-সাকিব-মাশরাফিদের ফিটনেস টেস্টে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভিল্লাভারায়ন।
ফিটনেস পরীক্ষা শেষে ভিল্লাভারায়ন জানান, ‘ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আমি সন্তুষ্ট। বিসিএলের ম্যাচের আগে আমরা আরো তিনদিন সময় পাব। এ সময়টাতে ফিটনেস নিয়ে আরো কাজ হবে। আমরা ক্রিকেটারদের সমস্য নিয়ে আলাদা আলাদা কাজ করেছি। ’
তিনি আরও বলেন, ‘কোনো ক্রিকেটারের সমস্য থাকলে আশা করি, আগামি কয়েকদিনের মধ্যে তা কাটিয়ে উঠবে। সামনে আমাদের ক্রিকেট সূচিতে অনেক ব্যস্ততা। সেটা মাথায় রেখে ফিটনেস নিয়ে ক্রিকেটাররাও সিরিয়াস। ’
কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিন উপস্থিত ছিলেন না জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, স্পিন কোচ রুয়ান কালপাগে, ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ও পেস বোলিং কোচ হিথ স্ট্রিক। তারা সবাই ছুটিতে নিজ নিজ দেশে রয়েছেন। বিসিএলের শেষ রাউন্ডের ম্যাচের পর ঢাকায় আসবেন তারা। আগামি ২৪ মে শুরু হবে বিসিএলের তৃতীয় ও শেষ রাউন্ড।
পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের পর কয়েকদিন বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। তবে ব্যক্তিগতভাবে অনেক ক্রিকেটারই গত তিন দিন ফিটনেস নিয়ে কাজ করেছেন।
উল্লেখ্য, আদালতে মামলার শুনানি থাকায় কন্ডিশনিং ক্যাস্পের প্রথম দিন থাকতে পারেন নি পেসার রুবেল হোসেন। এছাড়া বাবার অসুস্থতার কারণে ক্যাম্পে আসতে পারেন নি সাব্বির রহমান।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ২০, ২০১৫
এসকে/এমএমএস