ঢাকা: ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে নিজেদের শততম টেস্ট ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা নিউজিল্যান্ড সে আসরে দারুণ পারর্ফম করে রয়েছে উজ্জিবিত।
ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ১৯৩০ সালে নিজেদের মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল। এরপর একে একে ৯৯টি ম্যাচে অংশগ্রহন করে দু’দল। যেখানে ৩৪টি সিরিজ অনুষ্ঠিত হয়।
সিরিজ বা ম্যাচ জয়ের দিক থেকে অবশ্য ইংলিশরা যোজন যোজন এগিয়ে। দলটি ২৩টি সিরিজ জয়ের পাশাপাশি ৪৭টি ম্যাচ জিতেছে। অন্যদিকে কিউইরা মাত্র তিনটি সিরিজ জয়ের সঙ্গে জিতেছে শুধু আটটি ম্যাচে। দু’দলের মধ্যকার বাকি ৪৪টি ম্যাচ ড্র হয়।
টেস্টের পরাশক্তি ইংশিদের বিপক্ষে নিউজিল্যান্ড ১৯৩০ সালে প্রথম ম্যাচ ও সিরিজ খেললেও কিউইরা প্রথম ম্যাচ জয় পায় ১৯৭৮ সালে ঘরের মাঠে। তবে তিন ম্যাচের সে সিরিজটিতে একটিতে জয় পেলেও অপর দুটি ম্যাচের একটিতে হার ও একটি ম্যাচ ড্র হওয়ায় সিরিজ জেতা হয়নি তাসমান অঞ্চলের দেশটির।
কিউইরা নিজেদের প্রথম সিরিজ সফলতা পায় ১৯৮৪ সালে। সেবার ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজে ১-০তে জিতে সিরিজ নিশ্চিত করে দলটি। দু’দলের মধ্যকার সর্বশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজে অবশ্য দু’টিতেই জিতে সিরিজ জিতেছিল ইংল্যান্ড।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ২১, ২০১৫
এমএমএস