ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত সিরিজ অনেক বড় চ্যালেঞ্জের: বিজয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মে ২১, ২০১৫
ভারত সিরিজ অনেক বড় চ্যালেঞ্জের: বিজয়

ঢাকা: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর দ্বৈরথের পর আবারো ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামি ৭ জুন পূর্ণশক্তির দল নিয়ে ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল।

ভারত সিরিজকে ঘিরে ইতোমধ্যে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল।
 
অনুশীলন ক্যাম্পের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন ভারত সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকা ওপেনার এনামুল হক বিজয়। বিজয় মনে করেন আসন্ন ভারত সিরিজটা বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জের।

বিসিবি একাডেমিতে ফিটনেস অনুশীলনের পর সাংবাদিকদের বিজয় জানান, ‘আমরা জেনেছি ভারত সেরা দল নিয়ে বাংলাদেশ সফরে আসবে। তবে এটা নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। নিজেদের কাজ নিয়েই আমরা এখন ফোকাস করছি। তবে সিরিজটা খুব চ্যালেঞ্জের আমাদের জন্য। কারণ, সারা বিশ্বের মিডিয়ার চোখ থাকবে সিরিজটা নিয়ে। তাছাড়া বিশ্বকাপে ও রকম একটা দ্বৈরথের পর এই সিরিজটা অনেক উত্তেজনাপূর্ণ হবে। তাছাড়া, র‌্যাঙ্কিংয়েরও একটা ব্যাপার আছে আমাদের। ’
 
ইনজুরির কারনে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন বিজয়। এর পর পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও খেলা হয়নি তার। প্রায় দুই মাস পর আবার জাতীয় দলে ফেরার অপেক্ষায় রয়েছেন এই ওপেনার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অনেক অপেক্ষায় আছি ভালো একটা সিরিজ শুরু করার জন্য। আসলে ইনজুরির কারণে দুই মাসের একটা গ্যাপ পড়ে গেছে। বিসিএল খেলছি, জিমওয়ার্ক করছি, কঠোর অনুশীলন করছি।   ভারত সিরিজে যদি সুযোগ পাই শতভাগ দিয়ে ভালো পারফরম্যান্স করার চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মে ২১, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।