ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছর পর পাকিস্তান দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। এই ধারা যেন অব্যাহত থাকে সেটিই পাকিস্তানি ক্রিকেটারদের প্রত্যাশা।
পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আমাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেটের খরা কাটানোর নেপথ্যে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের ভূমিকা খুবই প্রশংসনীয়। সাহসী পদক্ষেপের জন্য জিম্বাবুয়ে ক্রিকেট দলও প্রশংসার দাবিদার। এটা সত্যিই চমৎকার যে, পাকিস্তানে এখন আন্তুর্জাতিক ক্রিকেট ফিরছে। ’
দেশটির টি-টোয়েন্টি অধিনায়ক আরও বলেন, ‘আশা করছি অদূর ভবিষ্যতে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো বড় দলগুলো পাকিস্তান সফরে আসবে। জিম্বাবুয়ে সিরিজের মধ্য দিয়েই শুভ সূচনা ঘটবে। ’
জিম্বাবুয়ে দলকে হালকা করে দেখছেন না বলেও জানান আফ্রিদি। ‘দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী। জিম্বাবুয়ে দলও ভালো ক্রিকেট খেলছে। সদ্য শেষ হওয়া সুপার এইট টুর্নামেন্টে যারা ভালো করেছে তাদের মধ্য থেকে ৩/৪ জন ক্রিকেটারকে দলে চাই। সাঈদ আজমলের শূন্যতা পূরণের জন্য একজন ভালো মানের স্পিনার প্রয়োজন। ’
উল্লেখ্য, ২২ মে জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ২৬, ২৯ ও ৩১ মে তিনটি ওয়ানডে ম্যাচ খেলে দেশে ফিরবে সফরকারীরা। প্রতিটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘন্টা, মে ২১, ২০১৫
আরএম