ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কথা শুনতে বাধ্য বেপরোয়া কোহলি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মে ২১, ২০১৫
কথা শুনতে বাধ্য বেপরোয়া কোহলি! বিরাট কোহলি

ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম-কানুনকে যেন পাত্তাই দিচ্ছেন ‍না বিরাট কোহলি। সম্প্রতি আইপিএলের ম্যাচ চলাকালীন সময়েই প্রেমিকা আনুশকা শর্মার সঙ্গে দেখা করে হয়েছেন সমালোচিত।

কোহলির খামখেয়ালি মনোভাব নিয়ন্ত্রণে বিসিসিআইকে অভিজ্ঞতাসম্পন্ন ও বিশ্বমানের কোচ নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিসেন সিং বেদী।

এক সাক্ষাৎকারে বেদী বলেন, ‘আমার বিশ্বাস ভারতীয় দলে একজন ভালো মানের কোচ প্রয়োজন। যিনি পুরো দলকে ভালোভাবে পরিচালনা করতে পারবেন। বিশেষ করে, কোহলির আবেগ ও মেজাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই। কারণ, সেরা কোচ থাকলে তার কথা শুনতে কোহলি বাধ্য থাকবে। এ ধরণের প্রশ্নবিদ্ধ আচরণ থেকে তাকে অবশ্যই সরে আসতে হবে। ’

আক্রমণাত্মক আচরণের জন্য এর আগেও সমালোচনার মুখে পড়েন কোহলি। বিশেষ করে, প্রেমিকা আনুশকাই যেন তার কাছে সবার উর্ধ্বে। কোড অব কন্ডাক্টকে তিনি ‘থোড়াই কেয়ার’ করছেন।

উল্লেখ্য, খেলা চলাকালীন ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কোনো খেলোয়াড়েরই অনুমোদিত ব্যক্তিদের ছাড়া অন্য কারো সঙ্গে দেখা করার সুযোগ নেই। স্পট ফিক্সিং রোধ করতে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের (আকসু) এই নিয়ম আইপিএলেও বহাল রাখে বিসিসিআই।

কিন্তু, ১৭ মে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বিরতির সময় চেন্নাস্বামী স্টেডিয়ামের ভিআইপি বক্সে আনুশকার সঙ্গে দেখা করে সেই নিয়মটিই ভঙ্গ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘন্টা, মে ২১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।