ঢাকা: ভারতের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কদের একজন মোহাম্মদ আজহারউদ্দিন। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি কিনা ১৯৯২ বিশ্বকাপ থেকে টানা তিন বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন।
এবার আজহারউদ্দিনের জীবন অবলম্বনে ছবি বানানো হচ্ছে। এর মাধ্যমেই তিনি ক্রিকেটের বড় বড় ম্যাচ ফিক্সিংয়ের নেপথ্যে থাকা ঘটনাগুলো প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। ছবির নাম দেওয়া হয়েছে ‘আজহার’। এতে তার ক্রিকেট ক্যারিয়ারের বিভিন্ন দিকসহ ব্যক্তিগত জীবনের বিভিন্ন অংশ তুলে ধরা হবে।
ছবিতে আজহারউদ্দিনের ভূমিকায় অভিনয় করছেন বলিউডের পরিচিত মুখ ইমরান হাশমি। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন প্রাচী দেশাই। পরিচালনা করছেন টনি ডি’সুজা। ইতোমধ্যেই ছবির কভার পেজসহ ব্যাট হাতে হাশমির মাঠে নামার আগ মুহূর্তের একটি ছবি প্রকাশিত হয়েছে। আগামী বছরের মে’র ১৩ তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২৪ মে আইপিএলের ফাইনাল ম্যাচে ‘আজহার’ ছবিটির একটি ট্রেলার দেখানো হবে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘন্টা, মে ২২, ২০১৫
আরএম