ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শীর্ষ দশে নেই মেসি-রোনালদো, ছয়ে কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মে ২২, ২০১৫
শীর্ষ দশে নেই মেসি-রোনালদো, ছয়ে কোহলি ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি বিশ্বের সেরা ছয় অ্যাথলেটের তালিকায় জায়গা করে নিয়েছেন। এ ক্ষেত্রে ভারতের স্টাইলিশ এ ব্যাটসম্যান পেছনে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে।



ব্রিটিশ স্পোর্টস বিজনেস ম্যাগাজিন ‘স্পোর্টসপ্রো’ ৫০ জন অ্যাথলেটদের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে শীর্ষস্থানটি দখল করেছেন কানাডিয়ান ২১ বছর বয়সী টেনিস তারকা এগুইন বাউচার্ড।

বিশ্বের ক্রীড়া ব্যক্তিত্বদের বিজনেস ও আর্থিক বিষয়ে মাসিক ম্যাগাজিন প্রকাশ করে ‘স্পোর্টসপ্রো’। এ তালিকায় শীর্ষ দশে মাত্র একজন ফুটবলার রয়েছেন। মেসি-রোনালদোরা এ তালিকায় না থাকলেও দুই নম্বর জায়গাটি দখল করেছেন ব্রাজিল অধিনায়ক নেইমার।

বার্সেলোনার ও রিয়াল মাদ্রিদ তারকা মেসি এবং রোনালদো এ তালিকায় স্থান পেয়েছেন যথাক্রমে ১৬ ও ২২ নম্বরে।

অ্যাথলেটদের এ তালিকায় বাণিজ্যিকভাবে সবচেয়ে সফল ক্রীড়াবিদদের চিহ্নিত করা হয়েছে। যেখানে শীর্ষ দশে জায়গা পেয়েছেন উসাইন বোল্ট (দশম)। আট নম্বরে রয়েছেন টেনিসের আরেক তারকা কেই নিশিকোরি। পঞ্চম স্থানে রয়েছেন ফর্মুলা ওয়ানের লুইস হ্যামিল্টন।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ২২ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।