ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সিডনি থান্ডারে ওয়াটসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, মে ২২, ২০১৫
সিডনি থান্ডারে ওয়াটসন শেন ওয়াটসন / ছবি : সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দল পরিবর্তন করেছেন শেন ওয়াটসন। সিডনি থান্ডারের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ান এই তারকা অলরাউন্ডার।

এর আগে তিনি সিডনি সিক্সারস ও ব্রিসবেন হিটের হয়ে খেলেছিলেন।

সিডনি থান্ডারের জেনারেল ম্যানেজার নিক কামিন্স বলেন, ‘ওয়াটসনকে দলে পাওয়ায় আমরা খুবই খুশি। তার বিগ ব্যাশে খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে। দলের আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে তার অলরাউন্ড পারফরম্যান্স অনেক কাজে লাগবে। সে টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। ওর সামর্থ্যের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। ’

ওয়াটসন বলেন, ‘সিডনি থান্ডারে যোগ দিতে প‍ারায় আমি খুবই উচ্ছ্বসিত। এই টিমে জ্যাক ক্যালিস ও মাইক হাসির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছে। এছাড়াও বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। বিগ ব্যাশের পঞ্চম আসরে নিজের সেরাটা দিতে চাই। ’

উল্লেখ্য, আইপিএলের এ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে ভালো একটি মৌসুম পার করেছেন ওয়াটসন। দলকে প্লে-অফে তুলতে বড় ভূমিকা রাখেন। ১০ ম্যাচের ৯ ইনিংসে ব্যাট করে ৪৩.৩৭ গড়ে ৩৪৭ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। যদিও এলিমেনিটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রাজস্থান।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘন্টা, মে ২২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ