ঢাকা: ২০০৯ সালের মার্চে পাকিস্তান সফরে যাওয়া শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর দেশটিতে সফরে যাওয়ার সাহস দেখায়নি কোনো দল। তবে ৬ বছরেরও বেশি সময় পর জিম্বাবুয়ে ক্রিকেট দল শেষ অবধি পাকিস্তান সফরে এসেছে।
সন্ত্রাসীদের বন্দুকের গুলিকে ভয় করে পাকিস্তান সফরে যেতে না চাওয়া দলগুলোকে চমকে দিয়ে এবার জিম্বাবুয়ে সে দেশটিতে সফর করেছে। ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়া জিম্বাবুয়েকে তাই পাকিস্তান বন্দুক দিয়েই নিরাপত্তা দিয়ে যাচ্ছে।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে পাকিস্তান ক্রিকেটের নতুন যুগের সূচণা হবে। শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
২০০৯ সালের মতো কোনো সন্ত্রাসী হামলা যেন না হতে পারে সে জন্য পাকিস্তান সফরে আসা জিম্বাবুইয়ান ক্রিকেটারদের কড়া নিরাপত্তায় রেখেছে দেশটির নিরাপত্তাকর্মীরা। জিম্বাবুইয়ান ক্রিকেটারদের নিরাপত্তা জোরদার করতে দলটির সঙ্গে ৪,০০০ পুলিশ নিয়োগ করা হয়।
আগামি ২৪ মে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর আগামি ২৬, ২৯ ও ৩১ মে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলে দেশে ফিরবে সফরকারী দলটি। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ২২ মে ২০১৫
এসকে/এমআর