ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমার কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ: নাসির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মে ২৩, ২০১৫
আমার কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ: নাসির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রোববার শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ ও শেষ রাউন্ডের খেলা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোনের মুখোমুখি হবে বিসিবি নর্থ জোন।

একই দিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অপর ম্যাচে প্রাইম ব্যাংক সাউথ জোনের মুখোমুখি হবে ইসলামী ব্যাংক ইস্ট জোন।

শিরোপা নির্ধারণে চট্টগ্রামের ম্যাচটিই গুরুত্বপূর্ণ। দুই ম্যাচের মধ্যে এক জয় ও এক ড্র’তে পয়েন্ট টেবিলের শীর্ষে প্রাইম ব্যাংক সাউথ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। এ ম্যাচটিই এখন বিসিএলের তৃতীয় আসরের অঘোষিত ‘ফাইনাল’।

মিরপুরের ম্যাচকে নিয়ে উত্তাপ না থাকলেও ভারতের বিপক্ষে সিরিজের জন্য প্রাথমিক দল থেকে মূল স্কোয়াডে জায়গা পেতে দুটি ম্যাচই সমান গুরুত্বপূর্ন ক্রিকেটারদের কাছে। সেই গুরুত্বটা অনুভব করছেন বিসিবি নর্থ জোনের অধিনায়ক নাসির হোসেনও।

ওয়ানডে দলে নিজেকে পাকাপোক্ত করে নিতে পারলেও টেস্ট দলে নির্বাচকদের বিবেচনায় কম সময়ই থেকেছেন এই অলরাউন্ডার।

শনিবার (২৩ মে) দুপুরে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরুর আগে নাসির সাংবাদিকদের বলেন, ‘আমার কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচই আমি এনজয় করি। চেষ্টা করব ভালো পারফর্ম করার। তাছাড়া ভারত সিরিজের আগে এটা প্র্যাকটিস ম্যাচ হিসেবে সবার কাজে লাগবে। ’

নাসির ১৬ টেস্ট ম্যাচের ২৭ ইনিংসে ৩৬.৮৪ ব্যাটিং গড়ে করেছেন ৯৫৮ রান। সাদা পোষাকে তার একটি শতক আর ৬টি অর্ধশতক রয়েছে। ওয়ানডেতে লাল-সবুজের জার্সি গায়ে নাসির নেমেছেন ৪৭ ম্যাচে। মিডলঅর্ডারের নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান টেস্টের মতোই ওয়ানডেতেও একটি শতক আর ৬টি অর্ধশতকের দেখা পেয়েছেন। ৩৪.১৫ ব্যাটিং গড় নিয়ে নাসিরের ওয়ানডেতে রান ১০৯৩।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২৩ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।