ঢাকা: দীর্ঘ ছয় বছর পর জিম্বাবুয়ের হাত ধরে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। তবে, এখনও সন্ত্রাসী হামলার ভয় থেকেই যাচ্ছে।
লাহোরে ২০০৯ সালে শ্রীলঙ্কান টিম বাসে বর্বরোচিত জঙ্গী হামলার পর থেকেই পাকিস্তানের হোম সিরিজগুলো সংযুক্ত আরব আমিরাতের মাঠে হয়ে আসছে। সম্প্রতি হোম ভেন্যু হিসেবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিকট প্রস্তাব আসে।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘আমরা ভারতের মাঠকে নিজেদের সম্ভাব্য হোম ভেন্যু করার কথা ভাবছি। সেখানে খেলা হলে আমাদের অনেক সাশ্রয় হবে। ’
অতীতে ভারত সফরে যাওয়ার আগে কট্টরপন্থী হিন্দু জাতিয়তাবাদী রাজনৈতিক দল শিব সেনা কর্তৃক পাকিস্তান দলকে হুমকি দেওয়া হয়। এক্ষেত্রে ভারতকে নিজেদের হোম ভেন্যু করার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি থাকবে কিনা এমন প্রশ্বের জবাবে শাহরিয়ার খান বলেন, ‘আমরা সবকিছু বিবেচনায় রেখেই সামনে এগোবো। ’
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়, ‘পাকিস্তানের প্রস্তাবকে আমরা একেবারে নাকচ করছি না। দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা সাপেক্ষেই সবকিছু চূড়ান্ত হবে। এ মুহূর্তে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়েই আমরা ব্যস্ত আছি। তাই পাকিস্তানকে নিজেদের কোনো মাঠ বরাদ্ধ দিতে পারব কিনা তা এখনো নিশ্চিত নয়। ’
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘন্টা, মে ২৪, ২০১৫
আরএম