ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিং অনুশীলনে তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মে ২৪, ২০১৫
ব্যাটিং অনুশীলনে তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের আগ মুহূর্তে অস্ত্রোপচার করানো তামিম ইকবালকে বিশ্বমঞ্চে ধারাবাহিকভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। টাইগারদের ড্যাশিং এ ওপেনার বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করেছেন।

টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টিতে ছিলেন রানের মধ্যে।

দেশসেরা ওপেনার তামিমের উপর নির্ভর করে টাইগারদের টপঅর্ডারের ব্যাটিং লাইনআপ। নিমিষেই গুড়িয়ে দিতে পারেন বিশ্বের যে কোনো সেরা বোলারকে। তাই আসন্ন ভারত সিরিজে বামহাতি ওপেনার তামিমের কাছ থেকে সেরাটাই দেখতে চায় ক্রিকেটপ্রেমীরা।

বিসিএলের লংগার ভার্সনে না খেলা তামিম বসে নেই। নিজের দারুণ পারফর্ম ধরে রাখার জন্য আর ভারত সিরিজকে সামনে রেখে নিজেকে ঝালিয়ে নিতে মত্ত তিনি। তারই ধারাবাহিকতায় রোববার (২৪ মে) মিরপুর একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন চালিয়ে গেলেন তামিম।

এদিন প্রায় দেড় ঘণ্টা নেটে ব্যাটিং অনুশীলন করেন পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠা তামিম। নিজেকে ভারতের বিপক্ষে তাতিয়ে রাখার জন্য জাতীয় দলের পেস তারকা রুবেল হোসেনের বল অনুশীলন করেন তিনি। শুধু পেস বোলিং নয়, স্পিনারদের বিপক্ষে ভালো করার জন্য জুবায়ের হোসেন লিখনের বল মোকাবেলা করতে দেখা যায় তামিমকে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২৪ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।