ঢাকা: সফরকারী জিম্বাবুয়েকে দুই উইকেটে হারিয়ে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে জিতে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। জিম্বাবুয়ের করা ১৭৫ রানের জবাবে দুই বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে আফ্রিদী বাহিনী জয় তুলে নেয়।
আগে ব্যাটিং করে সফরকারীরা তিন উইকেট হারিয়ে তোলে ১৭৫ রান। ওপেনার ভুসি সিবান্দার ব্যাট থেকে আসে ৪৯ রান। ৪৬ বলে দুটি চার আর একটি ছক্কা হাঁকান সিবান্দা। আরেক ওপেনার মাসাকাদজা ৩৯ রানে বিদায় নেন। তার ইনিংসটি ছিল ৩২ বলে ৪টি চার আর একটি ছয়ে সাজানো।
তিন নম্বরে ব্যাটিং করতে নামা শেন উইলিয়ামস দলের সর্বোচ্চ ৫৮ রান করেন। ৩২ বলে ৭টি চারের পাশাপাশি তিনি একটি ছক্কা হাঁকান। তবে, জিম্বাবুয়ের দলপতি এলটন চিগুম্বুরা ব্যাট হাতে গাদ্দাফি স্টেডিয়ামে ঝড় তোলেন। ৯ বলে তিনটি ছয়ে তার ব্যাট থেকে আসে ২১ রান।
১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৯.৪ ওভার খেলে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন প্রথম টি-টোয়েন্টিতে চমক দেখানো মুক্তার আহমেদ। ৪০ বলে মুক্তার চারটি চারের সাথে একটি ছক্কা হাঁকান। আরেক ওপেনার আহমেদ শেহজাদ করেন ১৮ রান।
এ ম্যাচেও ব্যাট হাতে বড় স্কোর গড়তে পারেন নি সোয়েব মালিক। ৭ রান করে রানআউট হন তিনি। উমর আকমল ২১ বলে করেন ৩০ রান। আফ্রিদীর ব্যাট থেকে আসে ৭ রান।
শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ১২ রান, হাতে ছিল দুই উইকেট। ভিটোরির করা শেষ ওভারের প্রথম বলে বিলওয়াল ভাট্টি ছক্কা হাঁকান। দ্বিতীয় বলে কোনো রান নিতে না পারলেও পরের বলে ২ রান নেন ভাট্টি। আর চতুর্থ বলে চার মেরে দলকে কষ্টার্জিত জয় পাইয়ে দেন তিনি।
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচেই দারুণ ব্যাট করে ম্যান অব দ্য সিরিজ এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মুক্তার আহমেদ।
বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, ২৫ মে ২০১৫
এমআর