ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানি ক্রিকেটারদের টুইট বার্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মে ২৫, ২০১৫
পাকিস্তানি ক্রিকেটারদের টুইট বার্তা

ঢাকা: দীর্ঘ ছয় বছর পর পাকিস্তানে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। দেশটির সাবেক আর বর্তমান ক্রিকেটাররা সফরকারী জিম্বাবুয়েকে জানাচ্ছে অভিনন্দন।

টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের পর বেশ কিছু ক্রিকেটার তাদের নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে সফরকারী দলটি আর সঙ্গে নিজ দেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ টুইট করেছেন, ধন্যবাদ সকলকে যারা অল্প আসনের গাদ্দাফি স্টেডিয়ামে এসেছিলেন। আমি নিশ্চিত এখানে মিলিয়ন মিলিয়ন পাকিস্তানি সমর্থক আসতে চায়। আমাদের দুই দলকেই সমর্থন জানানোর জন্য আপনাদের আবারো ধন্যবাদ।

পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ লেখেন, যখন পুরো ক্রিকেটবিশ্ব সমস্যায় ভুগছে, সেখানে এটি একটি অভূতপূর্ব সাফল্য। আজকে পাকিস্তান সেটাই প্রমান করেছে।

উমর আকমল সতীর্থদের মতোই লেখেন, সবাইকে ধন্যবাদ। আপনারা ক্রীড়াসূলভ আচরণ দেখিয়েছেন এবং শান্তি কামনা করেছেন। সর্বোপরি জিম্বাবুয়ে দলকে ধন্যবাদ জানাই আমাদের উপর বিশ্বাস রেখেছে বলে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম লেখেন, সমর্থক! দল! স্টেডিয়াম! কী চমৎকার দৃশ্য! কী দারুণ জয়! পাকিস্তানে ক্রিকেট ফিরেছে!

দলটির আরেক সাবেক ক্রিকেটার আজহার মেহমুদ তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, ছয় বছর পর দেশের মাটিতে ক্রিকেট ফিরিয়ে এনেছে জন্য পাকিস্তান দলের সঙ্গে জিম্বাবুয়েকে সাধুবাদ জানাই। আশা করি এ রকম আরও সিরিজ পাকিস্তানে অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের সাবেক কিংবদন্তি লেগ-স্পিনার সাকলাইন মুস্তাক লেখেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে পাকিস্তানে ঐতিহাসিক ক্রিকেটের দিন ফিরিয়ে আনার জন্য।

উল্লেখ্য, শহীদ আফ্রিদীর দলটি প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেটে জয় লাভ করে। দ্বিতীয় ম্যাচেও দুই উইকেটের জয় পায় স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ২৫ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।