ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের ম্যাচে দ্বিতীয় দিন শেষে প্রাইম ব্যাংক সাউথ জোনের চেয়ে ২২৬ রানে পিছিয়ে আছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সাউথ জোনের প্রথম ইনিংসে করা ৩৮৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে তিন উইকেটে ১৫৯ রান তুলেছে ইস্ট জোন।
সাদমান ইসলাম ৮৬ ও অলক কাপালি ১৮ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।
৩৮৫ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচণা করেন ইস্ট জোনের দুই ওপেনার লিটন কুমার দাস ও সাদমান ইসলাম। ওপেনিং জুটিতে ৭৪ রান যোগ করেন এরা দুইজন। ৩৮ রান করে সোহাগ গাজীর বলে এনামুল হক বিজয়ের গ্লাভসবন্দি হন লিটন।
দলীয় ৭৮ রানে সোহাগ গাজীর দ্বিতীয় শিকার হন মুমিনুল হক (৪)। এরপর দলীয় ৯৩ রানে রাজিন সালেহ আব্দুর রাজ্জাকের শিকার হলে চাপে পড়ে ইস্ট জোন। তবে সাদমান ইসলাম ও অলক কাপালির অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটিতে ভালোভাবেই দিন পার করে ইস্ট জোন।
আগের দিনের করা দুই উইকেটে ২৭২ রান নিয়ে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে সাউথ জোন। অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন মো: মিথুন ও শাহরিয়ার নাফিস। দলীয় ২৮৫ রানে দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন মিথুন। ৯৫ রান করে আবুল হাসানের বলে বোল্ড হন এই ডানহাতি ব্যাটসম্যান।
এরপর ব্যক্তিগত ১৯ রান করে বিদায় নেন মোসাদ্দেক হোসেন সৈকত। কোনো রান না করেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার। পরের ওভারে আহমেদ সাদিকুরের বলে বোল্ড হন শাহরিয়ার নাফিস। ৯৬ রান করে ফেরেন এ বাঁহাতি ব্যাটসম্যান। নাফিসের বিদায়ের পর বড় সংগ্রহের ভিত থেকে ছিটকে পড়ে সাউথ জোন। শেষ দিকে আব্দুর রাজ্জাকের ৩৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংসে ৩৮৫ রানের সংগ্রহ দাঁড় করার সাউথ জোন।
আবুল হাসান ও নাজমুল অপু তিনটি করে উইকেট নেন। আহমেদ সাদিকুর দুটি, কামরুল ইসলাম রাব্বি ও অলক কাপালি একটি করে উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২৫ মে ২০১৫
এসকে/এমআর