ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশের মাটিতে নেতৃত্বহীন মিসবাহ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মে ২৬, ২০১৫
দেশের মাটিতে নেতৃত্বহীন মিসবাহ! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ২৮ মে ৪১ বছরে পা রাখবেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক। চলে এসেছেন ক্রিকেট ক্যারিয়ারের শেষ দিকে।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে একবারের জন্য হলেও দলকে দেশের মাটিতে নেতৃত্ব দিতে চান মিসবাহ।

দীর্ঘ ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে পাকিস্তানের মাটিতে। সফরকারী জিম্বাবুয়ের বদৌলতে পাকিস্তানের সমর্থকরা দেশের মাটিতে বসে ক্রিকেট উপভোগ করতে পারছেন। তবে, সেটি শুধুমাত্র টি-টোয়েন্টি আর ওয়ানডে। সফরে কোনো টেস্ট খেলবে না জিম্বাবুয়ে। ফলে, আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মিসবাহকে দর্শক হয়েই দেখতে হচ্ছে নিজ দেশের খেলা।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ব্যর্থ মিশনের পর পাকিস্তান দলের ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন মিসবাহ। অবসর নেওয়া পাকিস্তানের সাবেক এ অধিনায়ক বলেন, আমি অবসর নেওয়া আগে পাকিস্তানকে দেশের মাটিতে নেতৃত্ব দিতে চাই। আমি আশা করব, কিছুদিনের মধ্যে অন্য কোনো দল পাকিস্তান সফরে টেস্ট সিরিজ খেলতে আসবে। জিম্বাবুয়ের সঙ্গে কোনো টেস্ট ম্যাচ না থাকায় আমি দেশের মাটিতে মাঠে নামতে পারছি না।

নিজের ক্যারিয়ার শেষের আগে নিজ দেশে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিতে পাকিস্তান সরকারকে অনুরোধ করে মিসবাহ বলেন, পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনতে অবশ্যই সরকারের ব্যবস্থা নেওয়া উচিৎ।

তবে, মিসবাহকে টেস্ট সিরিজে পাকিস্তানের মাটিতে খুব সহজেই নেতৃত্বে দেখা যাচ্ছে না। ভারতের বিপক্ষে যে সিরিজটি নিয়ে আলোচনা হচ্ছে তা আবুধাবিতে কিংবা ভারতের মাটিয়ে হওয়ার কথা। অন্য কোনো দেশও পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে রাজি নয়। ফলে, মিসবাহকে হয়তো কখনোই নিজেদের মাটিতে নেতৃত্ব দিতে দেখা যাবে না।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ২৬ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।