ঢাকা: আয়ারল্যান্ডের ক্রিকেটার এড জয়েস ও টিম মুরর্টাগ টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ওয়ানডে ও লঙ্গার ভার্সন ক্রিকেটে আরো বেশি মনোযোগী হওয়ার জন্য এ সিদ্ধান্ত নেন তারা।
অবসরের প্রসঙ্গে জয়েস বলেন, ‘আগামী কয়েক বছর আমারা বেশ কয়েকটি ওডিআই ম্যাচ খেলবো। আর ভবিষ্যতে টেস্ট ক্রিকেট খেলার কথা মাথায় রেখে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি টি-২০ ক্রিকেট বন্ধ করলে অন্য ফরম্যাট গুলোতে আরো বেশি মনোযোগি হতে পারবো। ’
জয়েসের ২০০৬ সালে ইংল্যান্ডের হয়ে টি-২০তে অভিষেক হয়েছিল। তবে ছয় বছর পর আয়ারল্যান্ডে ফিরে এসে ২০১২ সালে কেনিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছেন। তিনি দলের হয়ে ১৬ ম্যাচে ৩৬.৭২ গড়ে ৪০৪ রান করেছেন। যা আইরিশ কোন ব্যাটসম্যান হিসেবে সেরা। এছাড়া তিনি দলের হয়ে দুটি টি-২০ বিশ্বকাপও খেলেছেন।
এদিকে ৩৩ বছর বয়স্ক ফাস্ট বোলার মুরর্টাগ অবসর প্রসঙ্গে বলেন, ‘ সামনে আয়ারল্যান্ড ও মিডলসেক্সের হয়ে অনেক সূচি রয়েছে। তাই আমাকে কোন একটি ফরম্যাটে গুরুত্ব দিতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এমএমএস