ঢাকা: প্রায় দু’বছর পর ওয়ানডে দলে ফিরেই অনবদ্য সেঞ্চুরি করে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রাখেন শোয়েব মালিক। নতুন অধিনায়ক আজহার আলীর অধীনেও প্রথম মাঠে নামেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
দলের প্রধান কোচ ওয়াকার ইউনিস ও স্পিন কোচ মুস্তাক আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মালিক। পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ‘ডন’ কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তিন নম্বর অবস্থানে ব্যাটিংয়ে নামানোয় আমি কোচদের কাছে কৃতজ্ঞ। ওপেনিংয়ে মোহাম্মদ হাফিজ ও আজহারের বড় পার্টনারশিপটি আমার কাজটি সহজ করে দেয়। সাধারণত আমি পাঁচ নম্বর পজিশনে ব্যাট করি। ওয়ান ডাউনে নামায় অনেক ওভার হাতে ছিল। যেটি আমার আত্মবিশ্বাস ফিরে পেতে সহায়তা করে। ’
জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানি বোলাররা কেন ভালো করতে পারেনি এমন প্রশ্নের জবাবে মালিক বলেন, ‘প্রথম ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসের ত্রিশ ওভার থেকে ঠিকমতো বল গ্রিপ করাটা বোলারদের জন্য কঠিন ছিল। আউটফিল্ডে হালকা শিশির পড়াতেই এই সমস্যা হয়। ’
নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন ৩৩ বছর বয়সী মালিক। ‘পাকিস্তান ক্রিকেটে আমি আরো অবদান রাখতে চাই। সবাই মনে করছে, আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার। তবে, আমার বিশ্বাস পাকিস্তান দল ক্রিকেট বিশ্বে আবারো মাথা উঁচু করে দাঁড়াবে এবং শীর্ষ পর্যায়ে পৌঁছাবে। এজন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। ’
উল্লেখ্য, ২৬ মে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৪১ রানের জয় পায় পাকিস্তান। ৩৭৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে সফরকারীরা পাঁচ উইকেটে ৩৩৪ রান করতে সমর্থ হয়। আগামীকাল (শুক্রবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দু’দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘন্টা, মে ২৮, ২০১৫
আরএম