ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়ার আমন্ত্রণে গত রোববার (২৪ মে) আইপিএল-এর ফাইনাল ম্যাচ দেখতে কলকাতায় যান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
কলকাতায় পৌঁছালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও জগমোহন ডালমিয়া আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সাবেক এই সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারতের মধ্যকার বিতর্কিত ম্যাচের পর দু’দেশের ক্রিকেট সম্পর্কে যেন অস্বস্তির হাওয়া বয়ে যাচ্ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতির আমন্ত্রণ ও তাতে সারা দিয়ে মুস্তফা কামালের কলকাতা সফর সেই অস্বস্তির মেঘ কাটিয়ে দেয়।
পরিকল্পনা মন্ত্রীর ওই সফরকালে জগমোহন ডালমিয়া দু’দেশের ক্রিকেট সম্পর্ককে অত্যন্ত মজবুত ও গভীর আখ্যায়িত করেন। মুস্তফা কামালকে নিশ্চয়তা দিয়ে বলেন, ‘ভারত তার পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশ সফর করবে। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফর করবেই’।
ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে এ নিশ্চয়তা পেয়ে পরিকল্পনা মন্ত্রী ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতিকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক অতীতে অনেক উঁচুতেই ছিল, এখনও আছে ভবিষ্যতেও তাই থাকবে।
এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৭ মে) জগমোহন ডালমিয়া আ হ ম মুস্তফা কামালকে একটি চিঠি ও দুজনের অন্তরঙ্গ কিছু ছবি পাঠান। চিঠি ও ছবিগুলি শুক্রবার (২৯ মে) পরিকল্পনা মন্ত্রীর হাতে এসে পৌঁছায়।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এমআইএস/এমজেএফ