ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার হচ্ছে ‘ক্রিকেট ক্যালেন্ডার’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এবার হচ্ছে ‘ক্রিকেট ক্যালেন্ডার’

ঢাকা: বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কার্যকরী কোনো ক্যালেন্ডার না থাকায় প্রতি বছরই ভিন্ন ভিন্ন সময়ে মাঠে গড়ায় ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের টুর্নামেন্টগুলো। এবার ঘরোয়া ক্রিকেটের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার জন্য ক্রিকেট ক্যালেন্ডার তৈরির কাজ করতে যাচ্ছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

আগামি সপ্তাহেই ক্রিকেট ক্যালেন্ডার তৈরির কর্মপরিকল্পনা নিয়ে আলোচনায় বসবে ক্রিকেট অপারেশন্স কমিটি। শনিবার (৩০ মে) সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।

দুর্জয় আরো জানান, ‘ঘরোয়া ক্রিকেটকে আমরা প্রাধান্য দিচ্ছি। আমরা আলাপ-আলোচনা করে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি ঘরোয়া ক্রিকেটকে বাধা প্রদান করে এমন কোনো পরিকল্পনা নেব না। আগামি সভায় ক্রিকেট ক্যালেন্ডার নিয়ে আমরা আলোচনায় বসব। ’

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটকে অগ্রাধিকার দিয়ে এটাকে মৌসুমের প্রথম টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নেবেন কী না-এমন প্রশ্নে দুর্জয় বলেন, ‘শুধু ঢাকা প্রিমিয়ার লিগকে   অগ্রাধিকার দেওয়া যাবে না। আমরা জানি, প্রিমিয়ার লিগ আমাদের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট। আমরা আলাদাভাবে এটাকে বিবেচনায় রাখি। একই সঙ্গে আমাদের লংগার ভার্সন ক্রিকেটও কিন্তু খুব গুরুত্বপূর্ন। সেখানে একটা মৌসুমের ব্যাপার থাকে। যদি শীতের শুরুতে এটা করতে পারি তাহলে ভালো উইকেট পাওয়া যাবে। লংগার ভার্সনের জন্য ওই সময়টাই কিন্তু ভালো। ’

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ৩০ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।