ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ত্রোপচারের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন শাহাদাত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মে ৩০, ২০১৫
অস্ত্রোপচারের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন শাহাদাত ফাইল ফটো

ঢাকা: বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল পায়ের হাঁটুতে অস্ত্রোপচারের জন্য অস্ট্রেলিয়া পাঠানো হবে জাতীয় দলের পেসার শাহদাত হোসেন রাজিবকে। অবশেষে শাহাদাতকে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



শনিবার (৩০ মে) দুপুরে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় সাংবাদিকদের জানান, ‘পেসার শাহাদাতের পায়ের অস্ত্রোপচারের জন্য আমরা তাকে অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ’

এর আগে জাতীয় দলের প্রধাণ চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছিলেন ‘বিসিবি থেকে আমাদের মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে শাহাদাতকে অস্ত্রোপচারের জন্য অস্ট্রেলিয়া পাঠানোর ব্যাপারে। বিসিবি’র চূড়ান্ত অনুমতি পেলে শাহাদাতকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হবে। ’

সবশেষ খবর অনুযায়ী, ভিসার জন্য অপেক্ষা করছেন শাহাদাত। ভিসার জন্য তিনি প্রয়োজনীয় কাগজ-পত্র গত বুধবার অস্ট্রেলিয়ান দুতাবাসে জমা দিয়েছেন। ভিসা হয়ে গেলেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বিমানে চড়বেন এই ডানহাতি পেসার।

উল্লেখ্য, গেল পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালে প্রথম ওভারের তৃতীয় বলটি করার সময় চোটাক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শাহদাত। লাঞ্চ বিরতির সময় বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে বোলিং অনুশীলন করার সময় আবারও পড়ে গিয়ে পায়ে ব্যাথা অনুভব করলে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার ডান হাঁটুর লিগামেন্ট ও মিনিসকাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে শাহাদাত বিসিবি’র একাডেমিতে পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে আছেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ৩০ মে ২০১৫
এসকে/এম‌আর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।