ঢাকা: ভারতের বিপক্ষে হোম সিরিজ শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। তাইতো বাংলাদেশ দলের কোচিং স্টাফদের অধীনে অনুশীলন ক্যাম্প শুরুর দ্বিতীয় দিনে (রোববার) ফিটনেস ও ব্যাট-বলের অনুশীলন সারলেন প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।
সকালে মিরপুর একাডেমির জিমনেশিয়ামে চলে ফিটনেস অনুশীলন। দ্বিতীয় দিনের স্ট্রেন্থ অনুশীলনেও সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। দুই ঘন্টার জিম সেশন শেষে বিসিবি’র ট্রেনার জাহিদুল ইসলাম খোকন বাংলানিউজকে জানান, ‘ওদের (ক্রিকেটারদের) আজ স্ট্রেন্থ প্রোগ্রামের মধ্যে ছিল ১০ মিনিট বাই-সাইক্লেয়িং। এরপর সফট টিস্যু মোবালাইজেশন উইথ রোলার। এটা হয়েছে ৭-৮ মিনিট। এ দুটি হলো ওয়ার্মআপ ট্রেনিংয়ের পার্ট। আপার বডি স্ট্রেন্থ এবং লোয়ার বডি স্ট্রেন্থ প্রোগ্রাম ছিল। ব্যাটসম্যান উইথ স্পিনার এবং পেস বোলার এভাবে আলাদা করে দুটি প্রোগ্রাম করেয়েছি। ’
ক্রিকেটারদের ফিটনেস লেভেল সম্পর্কে তিনি জানান, ‘ক্রিকেটারদের ফিটনেসে উন্নতির জন্য কাজ করা হচ্ছে। সবাই খুব মনযোগী। আল্লাহর রহমতে সবাই ফিট আছে। ’
স্ট্রেন্থ প্রোগ্রাম শেষে এক ঘন্টা বিরতির পর দুপুর আড়াইটায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন ক্রিকেটাররা। কিছুক্ষণ ফুটবল খেলার পর মধ্য মাঠে চলে ক্রিকেটারদের ব্যাটিং-বোলিং অনুশীলন। পেস বোলারদের বল মোকাবেলা করেন জাতীয় দলের দুই টেস্ট ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। আর স্পিনারদের বল খেলেন মুমিনুল হক, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বিররা।
তামিম-ইমরুলরা যখন সেন্টার উইকেটে ব্যাটিংয়ে মনযোগী তখন সাকিব আল হাসান, নাসির হোসেনরা মিরপুরের ইনডোরে পেস বল মোকাবেলায় নেটে ব্যাটিং করেন। এনামুল হক বিজয়, লিটন দাস, রনি তালুকদার, মাশরাফি, আরাফাত সানিরাও নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। দুপুরে শুরু হওয়া ব্যাটিং-বোলিংয়ের স্কিল সেশন শেষ হয় বিকাল ৫টায়।
আগামিকাল (সোমবার) সকালে ব্যাট-বলের স্কিল অনুশীলন করবে টাইগাররা।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ৩১ মে ২০১৫
এসকে/এমআর