ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবারো অবৈধ বোলিং অ্যাকশনে স্যামুয়েলস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আবারো অবৈধ বোলিং অ্যাকশনে স্যামুয়েলস ছবি: সংগৃহীত

ঢাকা: তৃতীয়বারের মতো অবৈধ বোলিং অ্যাকশন সন্দেহে অভিযুক্ত হলেন ক্যারিবীয় অলরাউন্ডার মারলন স্যামুয়েলস। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া গল টেস্টে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়।

এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ৬ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে লিড নেয় স্বাগতিকরা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী স্যামুয়েলসকে ১৪ দিনের মধ্যে বোলিং পরীক্ষা করাতে হবে। তবে রিপোর্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত অান্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং করতে বাধা নেই।

লঙ্কানদের বিপক্ষে ২৭ ওভার বোলিং করে ওপেনার ‍দিমুথ করুণারাত্নের (১৮৬) উইকেটটি তুলে নেন স্যামুয়েলস।

এর আগে ২০০৮ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডার্বান টেস্টে স্যামুয়েলসের বোলিং অ্যাকশন প্রথমবার প্রশ্নবিদ্ধ হয়। পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে আইসিসি। ২০১১ সালের সেপ্টেম্বরে তাকে পুনরায় বোলিং করার অনুমতি দেওয়া হয়।

২০১৩ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে আবারো সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন স্যামুয়েলস। পরে অফস্পিন বোলিংয়ে অনুমতি মিললেও তার দ্রুতগতির বোলিংয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।