ঢাকা: সময়টা ভালো কাটছে না ভারতীয় ক্রিকেট দলের। ঘরের মাঠে বাজে পারফরম্যান্সের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধুঁকছে ‘টিম ইন্ডিয়া’।
রোববার (১৮ অক্টোবর) প্রোটিয়াদের বিপক্ষে রাজকোটে তৃতীয় ওয়ানডেতে ১৮ রানে হার মানে ধোনি বাহিনী। আর এ ম্যাচের পর প্রশ্ন ওঠে দলের ব্যাটিং নির্ভরতা নিয়ে। যেখানে দলের মিডল ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের থেকে কোন সাহায্যই পাচ্ছে না দলটি।
তৃতীয় ম্যাচ শেষে ধোনি বলেন, ‘আমরা দলের ৫, ৬ ও ৭ নম্বরের জন্য ব্যাটসম্যান খুঁজছি। তবে আমরা জানি না এই পজিশনের জন্য কে যোগ্য। ’
এ সিরিজে সবচেয়ে বাজে সময় কাটছে সুরেশ রায়নার। তিন ম্যাচে দু’বার খালি হাতে ফেরা রায়না করেছেন মাত্র তিন রান। ঠিক মতো হাসছে না বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির ব্যাটও। পাশাপাশি কার্যকরী কোন ভূমিকা রাখতে পারছেন না অলরাউন্ডার আক্সার প্যাটেল।
এদিকে চলতি রঞ্জি ট্রফিতে দুর্দান্ত সময় পার করছেন অলরাউন্ডার জাদেজা। এখন পর্যন্ত ২৪টি উইকেট নিয়ে রয়েছেন শীর্ষে। সেই সঙ্গে ৭৩.৫ গড়ে করেছেন ১৪৭ রান। অন্যদিকে ২০১৪ সালের পর কোন আন্তর্জাতি ম্যাচ না খেলা যুবরাজ গুজরাটের বিপক্ষে ১৮৭ রানের দানবীয় একটি ইনিংস খেলেছেন।
সাবেক এ দুই ক্রিকেটারের পারফরম্যান্স হয়ত প্রভাবিত করতে পারে ভারতীয় নির্বাচকদের। তাই পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে বাকি দুটি ম্যাচে ও প্রথম দুই টেস্টর জন্য ভারতীয় স্কোয়াডে থাকতে পারেন দুই তারকা ক্রিকেটার।
প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে হেরেছিল ভারত। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়। আর চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ শেষে ২-১ এ পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৫
এমএমএস