ঢাকা: জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে গতকাল। শুক্রবার (৩০ অক্টোবর) দ্বিতীয় দিনেও যথারীতি দুপুরে অনুশীলন।
মধ্য মাঠের উইকেটে ম্যাচের আদলে হয়েছে অনুশীলন। চারদিকে ফিল্ডার সাজিয়ে দুইজন করে ব্যাটসম্যান নেমেছেন বোলারদের মোকাবেলায়। শুরুতে তামিম ইকবাল ও এনামুল হক বিজয় জুটি বেধে মোকাবেলা করেছেন মুস্তাফিজ ও মাহমুদুল্লাহকে।
এরপর শফিউল ইসলাম, আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিংয়ের বিপরীতে ব্যাটিং করেছেন নাসির হোসেন, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। আরাফাত সানির স্পিন সামলাতে বেশ হিমশিম খেতে হয়েছে তিন ব্যাটসম্যানকেই।
মাঝমাঠের বাইরেও হয়েছে অনুশীলন। ইনডোরে পালাক্রমে ব্যাটিং করেছেন আরাফাস সানি-তাসকিনরাও।
ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অনুশীলনের শুরুতেই শর্ট রানআপে বল ছুড়েছেন। কন্ডিশনিং কোচ মারিও বিল্লাভারায়েনের সঙ্গে ফিটনেস নিয়ে কাজ করেছেন নড়াইল এক্সপ্রেস।
প্রাথমিক দলে থাকা সব ক্রিকেটার না থাকায় এখনো ‘প্রাণ’ ফিরে পায়নি অনুশীলন সেশন। কাল দুপুরেই তা ফিরে পেতে পারে হোম অব ক্রিকেট। শনিবার যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব আল হাসানের ক্যাম্পে যোগ দেওয়ার কথা। ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফর শেষে আল আমিন হোসেন, জুবায়ের হোসেন লিখন, লিটন দাস, সাব্বির রুম্মন, সৌম্য সরকার ও কামরুল ইসলাম রাব্বি যোগ দিতে পারেন আগামীকালই।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসকে/আরএম