ঢাকা: টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে টাইগাররা। টাইগারদের এমন ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী হতে একে একে আসতে শুরু করেছেন টাইগার ভক্তরা।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরুর সময় দর্শক সংখ্যা ছিল খুবই কম। ওই সময়ে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের শুধু পূর্ব দিকের গ্যালারিতে কিছু সংখ্যক দর্শক দেখা গেলেও, বলতে গেলে ফাঁকাই পড়ে ছিল শহীদ জুয়েল, শহীদ মুস্তাক, গ্র্যান্ড স্ট্যান্ডসহ বাকি গ্যালারিগুলো।
তবে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকদের আধিক্য চোখে পড়ল। লাঞ্চের পর পর স্টেডিয়ামের বাইরে যেমন লাইনে দাঁড়িয়ে থাকা দর্শকদের আধিক্য চোখে পড়ল, তেমনি চোখে পড়ল গ্যালারিগুলোতেও। পুর্ব দিকের গ্যালারি যেমন প্রায় ভরে গেছে, তেমনি দর্শক সংখ্য বেড়েছে ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডসহ শহীদ জুয়েল, শহীদ মুস্তাক স্ট্যান্ড ও বাকি গ্যালারিগুলোতেও। তবে, শুধুমাত্র পুর্ব গ্যালারি ছাড়া বাদ বাকি গ্যালারির অনেক আসনই এখনও ফাকা।
টাইগারদের সঙ্গে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ‘সাকিব দলে থাকলে আজকের ম্যাচে দর্শক সংখ্যা আরও বাড়তো’ বললেন, স্টেডিয়ামের বাইরে লাইনে দাঁড়ানো কয়েকজন টাইগার সমর্থক।
এদিকে, আজকের এই ম্যাচে টিকিট বিক্রির সংখ্যাও আগের অন্যান্য সিরিজের ম্যাচের তুলনায় বেশ কম। ১০০ টাকার টিটিক অনেকে ৫০ টাকা করে কিনছেন বলে জানালেন, স্টেডিয়ামের বাইরে অপেক্ষমান কিছু দর্শক।
বাংলাদেশ সময় ১৫৪০ ঘন্টা, ৯ নভেম্বর, ২০১৫
এইচএল/আরএম
** সাকিব নেই তাই দর্শক নেই