ঢাকা: আচরণ বিধি লঙ্ঘন করায় পাকিস্তান টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন তারকা ব্যাটসম্যান উমর আকমল। তবে গণমাধ্যমের ভিত্তিহীন খবর ছড়ানোর কারণেই এমনটি হয়েছে বলে জানান আকমল।
আসছে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি২০ থেকে আকমলকে বাদ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানান, অনৈতিক কার্যকলাপে জড়িত হওয়ায় ডানহাতি এ ব্যাটসম্যানকে বাদ দেওয়া হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, কয়েদ-ই-আজম ট্রফি আসর চলাকালে হায়দ্রাবাদে এক নিষিদ্ধ ‘মুজরা পার্টি’তেযোগ দেন আকমল। তবে এমন খবরকে উড়িয়ে দেন তিনি। আর জানান এই খবর যদি সত্য হয় তবে তিনিই প্রথমে ক্ষমা চাইবেন। এই সংবাদে আকমল তার পরিবারের কাছেও ছোট হয়েছেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৫
এমএমএস