ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শাওনের রেকর্ড বোলিংয়ে বাংলাদেশের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
শাওনের রেকর্ড বোলিংয়ে বাংলাদেশের প্রথম জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডে বোলিংয়ে টাইগারদের হয়ে রেকর্ড গড়েন সালেহ ‍আহমেদ শাওন।

তার স্পিন ঘূর্ণিতে ৮৫ রানেই গুটিয়ে যায় ‍অাফগানিস্তান। কিন্তু, সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও ছয়টি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ যুবারা।

রোববার (২২ নভেম্বর) কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় কমপ্লেক্সে টস জিতে বাংলাদেশ অ-১৯ দলকে ৮৬ রানের টার্গেট বেধে দেয় আফগানরা। ব্যাটিংয়ে নেমে ৩৪.৪ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মিরাজ-সাইফরা। সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার সাইফ হাসান। নাজমুল হোসেন শান্ত (১৯)  ও জাকির হাসানের ব্যাট থেকে আসে ১৩ রান। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

প্রথমে ব্যাট করতে নামা আফগান যুবাদের শুরুটা ভালোই হয়। ওপেনিং জুটিতে ৩৭ রান তোলেন হযরতউল্লাহ (৩২) ও অধিনায়ক ইহসানুল্লাহ (১৪)। ইহসানুল্লাহকে ফিরিয়ে উইকেটের সূচনা করেন শাওন। পরে একে একে আরো পাঁচ অাফগান ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান ১৮ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার।

ওপেনিং জুটির পর আফগান ব্যাটসম্যানদের হয়ে কেউই দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। শেষ পর্যন্দ ৩০.৪ ওভারে ৮৫ রানে তাদের ইনিংস থামে। বাংলাদেশ যুবাদের হয়ে দু’টি উইকেট লাভ করেন মিরাজ। আরেক অফস্পিনার  সাঈদ সরকার নেন এক উইকেট।

যুব ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিং ফিগার এখন সালেহ আহমেদ শাওনের দখলে। ৭.৪ ওভারে দুই মেডেনে ১০ রানের বিনিময়ে ছয়টি উইকেট লাভ করেন তিনি।

সম্প্রতি চট্টগ্রামে যুব ওয়ানডেতে জিম্বাবুয়ে অ-১৯ দলের বিপক্ষে ১৯ রানে ছয় উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন সঞ্জিত সাহা। অন্যদিকে, গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন শাওন। তাই যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তিনি একাধিকবার ৫ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার। ছয় বছর আগে প্রথমবার এ কীর্তি গড়েছিলেন পেসার আবুল হাসান।

আগামী ২৪ নভেম্বর পরবর্তী ম্যাচে স্বাগতিক ভারতীয় অ-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অ-১৯। এ ম্যাচে মিরাজদের সামনে থাকছে প্রথম ম্যাচে হারের বদলা নেওয়ার হাতছানি। বাংলাদেশ সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।