ঢাকা: চলতি মাসের ২৮ তারিখ থাইল্যান্ডের ব্যাংককে বসছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব। এ আসরে বাংলাদেশের নারী দল খেলবে থাইল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে।
বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যানেজোর হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন সাবেক ক্রিকেটার শফিকুল হক হীরা।
দেশ ছাড়ার আগে বুধবার (২৫ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন জাহানারা-সালমাসহ ১৪ সদস্যের বাংলাদেশ দল। খেলোয়াড়-কোচ ছাড়াও ফটোসেশনে অংশ নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবির নারী উইংয়ের প্রধান এম এ আওয়াল চৌধুরী।
২৮ নভেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে। ৬ ডিসেম্বর শেষ হবে বাছাইপর্বের খেলা। ২০১৬ সালের মার্চে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসর।
বাংলাদেশ স্কোয়াড: জাহানারা আলম (অধিনায়ক), আয়শা রহমান শুকতারা (সহ-অধিনায়ক), সালমা খাতুন, পান্না ঘোষ, রুমানা আহমেদ, লতা মন্ডল, রিতু মনি, নিগার সুলতানা, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, নাহিদা আক্তার, শায়লা শারমিন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘন্টা, ২৫ নভেম্বর ২০১৫
এইচএল/এসকে