ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে সিরিজ ইংলিশদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
পাকিস্তানকে হারিয়ে সিরিজ ইংলিশদের ছবি: সংগৃহীত

ঢাকা: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটিও জিতে নিয়েছে ইংল্যান্ড। পাকিস্তানকে ৩ রানে হারিয়ে ২-০তে এগিয়ে ইংলিশরা।

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো জোস বাটলারের ইংল্যান্ড।

আগে ব্যাটিং করা ইংল্যান্ড নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তোলে ১৭২ রান। জবাবে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস ১৬৯ রানে শেষ হয়।

ইংলিশদের দুই ওপেনার জ্যাসন রয় ২৯ রান অ্যান্ড্রু হেলস ১১ রান করেন। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান আসে ২৪ বলে তিনটি চার আর দুটি ছক্কা হাঁকানো জেমস ভিঞ্চের ব্যাট থেকে। জো রুট ২০, স্যাম বিলিঙ্গস ১১, ক্রিস ওকস অপরাজিত ১৫ রান করেন। ২২ বলে একটি বাউন্ডারি আর তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করেন দলপতি জোস বাটলার।

পাকিস্তানের হয়ে ৪ ওভারে মাত্র ১৫ রান খচর করে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন শহীদ আফ্রিদি। এছাড়া দুটি উইকেট দখল করেন আনোয়ার আলি। একটি করে উইকেট পান সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ আর সোয়েব মালিক।

১৭৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটি থেকেই পাকিস্তান ৫১ রান তুলে নেয়। আহমেদ শেহজাদ ১৮ বলে দুটি করে চার ও ছক্কায় করেন ২৮ রান। আরেক ওপেনার রাফাতুল্লাহ ২৩ রান করে বিদায় নেন। মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে আসে ২৫ রান। সোয়েব মালিক খেলেন ২৬ রানের ইনিংস। সোয়েব মাকসুদ ২ এবং উমর আকমল ৩ রান করলেও সরফরাজ আহমেদ ১৩ বলে ১৯ রান করেন।

আট নম্বরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান দলপতি আফ্রিদি ২৪ রান করে বিদায় নেন। ‘বুমবুম’ আফ্রিদির ইনিংসটি সাজানো ছিল মাত্র ৮ বলে। তার ইনিংসে একটি বাউন্ডারির সঙ্গে তিনটি ওভার বাউন্ডারি।

মাত্র ৩ রানে জয় পাওয়া ইংলিশদের হয়ে তিনটি উইকেট নেন লিয়াম প্লাঙ্কেট। দুটি করে উইকেট দখল করেন ক্রিস ওকস এবং আদিল রশিদ।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।