ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

হচ্ছে না পাক-ভারত সিরিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
হচ্ছে না পাক-ভারত সিরিজ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত সরকারের অনুমতি মিললেই শ্রীলঙ্কায় গড়াবে বহুল প্রতিক্ষীত পাক-ভারত সিরিজ। কিন্তু, তা আর হলো কই! সরকারের আপত্তির কারণে দ্বিপাক্ষিক সিরিজটি বাতিল ঘোষণা করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

হিন্দুস্তান টাইমস এর বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার মাটিতে আগামী ১৫ ডিসেম্বর থেকে তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, এমন খবরে ক্রিকেট ভক্তদের অপেক্ষার পালাটা এখন আরো দীর্ঘায়িত হওয়ার পথে!

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমসকে বিসিসিআই’র এক শীর্ষ কর্মকর্তা বলেন,  ‘ভারত সরকার ইঙ্গিত দিয়েছে, ভারতীয় জনগণের মনোভাব পাকিস্তানের বিপক্ষে। যদিও প্রস্তাবিত দ্বিপাক্ষিক সিরিজ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হওয়া কথা রয়েছে। সরকার চাইলে আমরা আরো অনেক আগেই অনুমতি পেতাম। তাই এ সিরিজ ‍আয়োজন করা সম্ভব হবে বলে আমি মনে করি না। ’

তাহলে কী পাক-ভারত সিরিজ আবারো অনিশ্চয়তার বেড়াজালে পড়ে গেল! অবশ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিংবা বিসিসিআই এ ব্যাপারে এখনো কোনো বিবৃতি দেয়নি। বিশেষ করে, ভারতীয় ক্রিকেট বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে সেটিই এখন দেখার অপেক্ষা।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।