ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফরহাদ রেজা খারাপ বল করেনি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
ফরহাদ রেজা খারাপ বল করেনি ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সিলেটের ব্যাটিং ইনিংসের শেষ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই ছয়ে সিলেট সুপাস্টারসকে জয় এন দেন শহীদ আফ্রিদি। মজার ব্যাপার হল ওই দুই বলে আফ্রিদি ছয় মারলেও ফরহাদ রেজার বোলিং নিয়ে সন্তুষ্ট নাসির হোসেন।

‘ফরহাদ রেজা শেষ ওভারে খারাপ বল করেনি। তবে আফ্রিদি ভাল ব্যাট করেছে। ’

বুধবার (৯ ডিসেম্বর) বিপিএলে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সুপারস্টারসের মধ্যকার ম্যাচের পর সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ঢাকা’র আইকন প্লেয়ার নাসির হোসেন।

শেষ ওভারে সিলেটের জয়ের জন্য প্রয়োজন ছিল দশ রান। ব্যাটিংয়ে ছিলেন সোহেল তানভির ও শহীদ আফ্রিদি। ঢাকার হয়ে বল করছিলেন ফরহাদ রেজা। প্রথম বলে আফ্রিদি ১ রান নিয়ে সোহেলকে স্ট্রাইক দিলে। দ্বিতীয় বলে সোহেল আউট হন। সোহেল ফিরে যাবার পর ব্যাটিংয়ে মুশফিক এলে তৃতীয় বলটিতে ১ রান নিয়ে আবার আফ্রিদিকে স্ট্রাইকে পাঠান। এরপর চতুর্থ ও পঞ্চম বলটি ফুল টস হলে বল দুটি থেকে শতভাগ সুবিধা নিয়ে টানা দুটি ছক্কায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আফ্রিদি।

এমন হারের পর নিজেদের প্রথম ৮ থেকে ১০ ওভারের বাজে বোলিংকেই কাঠ গড়ায় দাঁড় করালেন নাসির। তবে এই ম্যাচে তার দল খু্ব খারাপ করেনি বলেও মত তার। ‘এই ম্যাচে আমরা খুব ভাল করতে পারিনি আবার খুব খারাপও করিনি। তবে আমাদের প্রথম ৮-১০ ওভার বোলিং ভাল হয়নি। ’

এদিকে বিপিএলের গেল দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা হলেও এবারের আসরে সেরা ওপেনিং জুটি এখনও খুঁজে পায়নি এই দলটি। তাই কিছুটা হলেও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে দলটিকে। তবে খুব শিগগিরেই এ সমস্যা কাটিয়ে উঠতে চাইছেন নাসির। ‘আমাদের ওপেনিং এখনও সেট আপ হয়নি। দলের সেরা ওপেনিং পার্টনারশীপ সেট আপ করার চেস্টা চলছে। ’

এবারের বিপিএলের ৯ ম্যাচ খেলে ৪ জয় ও ৫ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থাকা ঢাকা ডায়নামাইটসের শেষ চারে উঠতে হলে নিজেদের শেষ ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে জয়ের বিকল্প নেই। তাই এই ম্যাচটি সিলেটের কাছে হারলেও এই মুহুর্তে তার ভাবনায় ওই শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে জয়ই থাকছে একমাত্র লক্ষ্য। ‘শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে জিতলে কোয়ালিফাই করবো। তাই ওই ম্যাচে জয় ছাড়া এখন আর কিছু ভাবতে চাইছিনা। ’

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ৯ ডিসেম্বর, ২০১৫
এইচএল/এমএমএস        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।