ঢাকা: টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ দ্রুততম এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন অ্যাডাম ভোজেস। রোববার (২৭ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে স্বদেশী কিংবদন্তিদের পাশে নাম লেখান ৩৬ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান।
তিন ম্যাচ সিরিজে প্রথম টেস্টের পর কারবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও রানের পাহাড় গড়ে অজিরা। তিন উইকেটে ৫৫১ রানে প্রথম ইনিংস ঘোষণার আগে অধিনায়ক স্টিভেন স্মিথের (১৩৪ অপা.) সঙ্গে ব্যক্তিগত ১০৬ রানে অপরাজিত থাকেন ভোজেস।
এ ম্যাচে ব্যাটিংয়ে নামার আগে ১১ টেস্টের ১৭ ইনিংসে ভোজেসের রান ছিল ৯২২। প্রথম দিন ১০ রানে অপরাজিত থাকার পর রোববার দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামেন ভোজেস। অফস্পিনার ক্রেইগ ব্রাথওয়েটের বলে সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত ৭৮ রানে পৌঁছার মধ্য দিয়ে তার এক হাজার টেস্ট রান পূর্ণ হয়।
অজিদের জার্সি গায়ে দ্রুততম সময়ে ১ হাজার টেস্ট রান করার তালিকায় শীর্ষে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান (১৩ ইনিংসে)। ১৪ ইনিংসে এ মাইলফলক ছোঁয়া নিল হারভি দ্বিতীয় স্থানে রয়েছেন। তালিকায় তিনে থাকা প্রয়াত ডানহাতি ব্যাটসম্যান সিড বার্নস নিজের ১৭তম টেস্ট ইনিংসে এক হাজার টেস্ট রানের ঘরে প্রবেশ করেন।
আর হারভি কলিন্স, ডগ ওয়াল্টার্স ও মার্ক টেইলরের মতো কিংবদন্তিদের সঙ্গে যৌথভাবে চার নম্বরে নাম লিখিয়েছেন ভোজেস। সবাই ১৮তম টেস্ট ইনিংসে হাজার রানের কোটা পূরণ করেন। অন্যদিকে, ১৯ ইনিংসে আর্থার মরিস ও মাইক হাসি এ কীর্তি গড়েছিলেন। এক ইনিংস বেশি খেলে যৌথভাবে ছয় নম্বরে রয়েছেন জ্যাক ফিনগ্লেন্টন, নর্ম ও’নিল ও ব্রায়ান বুথ।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
আরএম