ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

লঙ্কানদের ১০ উইকেটের লজ্জা দিল কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
লঙ্কানদের ১০ উইকেটের লজ্জা দিল কিউইরা ছবি: সংগৃহীত

ঢাকা: সময়টা বেশ খারাপ যাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেটের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বাজে ভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে দেখলো আরও বড় লজ্জা।

লঙ্কানদের দেওয়া লো স্কোরিং টার্গেটে মার্টিন গাপটিলের ৩০ বলে অপরাজিত ৯৩ রানের সুবাদে মাত্র ৮.২ ওভারেই ১০ উইকেটের জয় তুলে নেয় কিউইরা। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ২৭.৪ ওভারে ১১৭ রান করতেই সবকটি উইকেট হারায়।

ক্রাইসচার্চে সহজ লক্ষ্যে খেলতে নেমে লঙ্কান বোলারদের ওপর চওড়া হয়ে ব্যাট চালান গাপটিল। মাত্র ১৭ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। আর জয় নিয়ে মাঠ ছাড়ার আগে ৩০ বলে নয়টি চার ও আটটি বিশাল ছক্কায় ৯৩ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন ডানহাতি এ ব্যাটসম্যান। অন্যপ্রান্তে ১৭ রান করে অপরাজিত থাকেন আরেক ওপেনার টম ল্যাথাম।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তটা বুঝি ভুলই করলেন লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথিউস। স্বাগতিক বোলারদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। দলের হয়ে কোন ব্যাটসম্যানই ২০ রানের ঘরে পৌঁছাতে পারেননি। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে ম্যাট হেনরি সর্বোচ্চ চারটি উইকেট নেন। আর তিনটি উইকেট পান মিচেল ম্যাকক্লেগেনহান।

এ জয়ের ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। আগামী ৩১ ডিসেম্বর নেলসনে ‍সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।