ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

সিএ’র প্রতিনিধিদের আগমনে উদ্বিগ্ন নয় বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
সিএ’র প্রতিনিধিদের আগমনে উদ্বিগ্ন নয় বিসিবি

ঢাকা: বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ঢাকায় নিরাপত্তা বিষয়ক বৈঠকে আইসিসি প্রতিনিধিদের সঙ্গে  ক্রিকেট অস্ট্রেলিয়ার  (সিএ) নিরাপত্তা প্রতিনিধি আসার ব্যাপারকে রুটিন ওয়ার্ক হিসেবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
আগামী ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর।

এ জন্য বাংলাদেশের প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়টি সরেজমিনে দেখতে সোমবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকায় আসেন তিন সদস্যের আইসিসি প্রতিনিধি দল। নিরাপত্তা সংশ্লিষ্ট কয়েকটি বাহিনীর সঙ্গে দেখা করেন তারা। আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি থাকায় এ নিয়ে কিছুটা উদ্বেগ ছড়ায়।
 
তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে উদ্বেগের কোনো বিষয় নেই বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, ‘খুব স্বাভাবিক এটা। আইসিসির সদস্য দেশ যদি তাদের দল পাঠায় সেক্ষেত্রে তারা আসতেই পারে। আমরা সেভাবেই দেখছি বিষয়টাকে। এর আগেও আইসিসির  প্রতিনিধি দলের সঙ্গে আরও দুই-একটা দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা  ব্যক্তি এসেছিলেন। আমরা এটাকে রুটিন ওয়ার্ক হিসেবেই দেখছি। ’
 
আইসিসির প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে তিনি আরও বলেন, আপনারা জানেন, আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি। এর আগেও আইসিসির একটি প্রতিনিধি দল এসেছিল। আমরা যে সমস্ত ভেন্যুগুলোতে খেলাগুলো চালাবো সেটি দেখতে এবং নিরাপত্তার বিষয়গুলো দেখার জন্য। তারা তাদের সফরে আমাদের ইন্টিলিজেন্স ডিপার্মেন্টের সঙ্গে বৈঠক করেছিল। তারই ধারাবাহিকতায় অপারেশনাল প্ল্যান ও সিকিউরিটির অবস্থা সরেজমিনে দেখার জন্যই বাংলাদেশে এসেছেন। আগামীকাল (২৯ ডিসেম্বর) বিসিবির সঙ্গেও তারা বৈঠক করবেন। এরপর আইসিসিতে রিপোর্ট করবেন তারা। ’
 
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কারও সন্দেহ থাকার কথা নয় উল্লেখ করে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের কাজ হচ্ছে বিশ্বকাপ সফলভাবে আয়োজন করা। আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত। এর আগে আইসিসির প্রধান নির্বাহী বাংলাদেশ ভিজিট করে  গেছেন। সেখানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছে। ’

প্রসঙ্গত, আগামী বছরের ২৭ জানুয়ারি যুবাদের বিশ্বকাপের ১১তম আসরের পর্দা উঠবে। এর আগে আইসিসি বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যু হিসেবে চূড়ান্ত অনুমোদন দেয়। যেখানে ঢাকা,চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসকে/আরএম

** যুব বিশ্বকাপ ঘিরে ক্রিকেট অস্ট্রেলিয়ার সতর্কতা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।