ঢাকা: ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মিরপুর একাডেমি মাঠে কোচ চ্যাম্পিকা গামাগের কাছে রিপোর্ট করেন ক্রিকেটাররা।
প্রাথমিক দলে ডাক পাওয়া ২৩ ক্রিকেটারের মধ্যে ১৭ জন ক্রিকেটার প্রথম দিনের অনুশীলনে যোগ দেন। সালমা খাতুন, রুমানা আহমেদ ও শুকতারা রহমানসহ ৬ ক্রিকেটার ছিলেন না কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনে। এদিন ফুটবল খেলে ওয়ার্মআপের সেরে জিমে গিয়ে স্ট্রেচিং করেন জাহানারারা আলমরা।
ক্যাম্পের প্রথম ১০ দিন ফিটনেস নিয়েই কাজ করা হবে বলে জানান টাইগ্রেস কোচ গামাগে। এছাড়া নিজেদের মধ্যে তিনটি দল করে কয়েকটি প্রস্ততি ম্যাচ খেলানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক জাহানারা আলম বলেন, ‘বিশ্বকাপে আমাদের লক্ষ্য ভালো খেলা। সে লক্ষ্যেই আমরা প্রস্তুতি নিচ্ছি। কঠোর পরিশ্রম করতে আমরা প্রস্তুত। ’
আগামী বছরের ১৫ মার্চ ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। একই ভেন্যুতে ১৭ মার্চ ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। চেন্নাইয়ে ২০ মার্চ জাহানারা আলমের দলটি মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর দিল্লিতে ২৪ মার্চ গ্রুপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়তে হবে লাল-সবুজের বাংলাদেশকে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১৫
এসকে/এমএমএস