ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ালটন টি-২০ ক্রিকেট সিরিজ

বৃষ্টি জিম্বাবুয়েকে বেশি সহায়তা করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
বৃষ্টি জিম্বাবুয়েকে বেশি সহায়তা করেছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে: ‘বৃষ্টির কারণে বোলিং-ব্যাটিংয়ে কষ্ট হয়েছে। বৃষ্টি জিম্বাবুয়েকে বেশি সহায়তা করেছে।

তবে জয়ের জন্য অবশ্যই তাদের কৃতিত্ব দিতে হবে’।

বুধবার (২০ জানুয়ারি) ওয়ালটন টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে সিরিজ জয়ের মিশনে হারের পর রাতে প্রেস-ব্রিফিংয়ে এমনটিই বললেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, এটি আমাদের জন্য বড় একটি শিক্ষা। আমাদের বোলিংটা প্রত্যাশিত মানে ছিল না। তবে দলে সুযোগ পাওয়া কয়েকজন তরুণকে বেশ ভালো মনে হয়েছে।

অধিনায়ক বলেন, একটি ম্যাচ খেলার মধ্য দিয়ে আপনি কাউকে মূল্যায়ন করতে পারবেন না। শেষ ম্যাচে আমাদের দারুণভাবে ঘুরে দাঁড়াতে হবে।

অভিষিক্ত আবু হায়দার রনিকে কেমন লাগলো? এমন প্রশ্নের জবাবে ম্যাশের উত্তর, ও ভালো করেছে। তবে মোস্তাফিজের সঙ্গে তো তুলনা হয় না।

অলরাউন্ডার সাব্বির রহমান প্রসঙ্গে তিনি বলেন, ও পজেটিভ খেলেছে।

চার ম্যাচ সিরিজের শেষ ম্যাচ সম্পর্কে মাশরাফি বলেন, শেষ ম্যাচে আমাদের দারুণভাবে ঘুরে দাঁড়াতে হবে। মূল লক্ষ্য থাকবে বিজয়ের।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এমআরএম/আইএ

** সামনের ম্যাচেও সুযোগ নিতে চায় জিম্বাবুয়ে
** সিরিজ জিততে শেষ ম্যাচের অপেক্ষা
** জয় থেকে অনেক দূরে বাংলাদেশ
** হাফ-সেঞ্চুরি করে ফিরলেন সাব্বির
** সৌম্যকে ফেরালেন ক্রেমার
** সাব্বির ঝড়ে ধুঁকছে জিম্বাবুয়ে
** সৌম্য-সাব্বিরে এগুচ্ছে রানের চাকা
** ব্যাটিংয়ে বাংলাদেশ
** বাংলাদেশের টার্গেট ১৮৮ রান
** সাকিবের তৃতীয় উইকেট, জিম্বাবুয়ে ১৬৯/৪
** আবারো সাকিবের আঘাত
** সাকিবের ৪০০, ফেরালেন মুতুমবামিকে
** বৃষ্টির বাগড়ায় বন্ধ খেলা
** শহীদের শিকারে সাজঘরে মাসাকাদজা
** টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে
** তৃতীয় ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।