ঢাকা: অনেকদিন ধরেই ইংল্যান্ড দলের বাইরে কেভিন পিটারসেন। তবে ব্যাট হাতে নিজের ফর্মটা ঠিকই ধরে রেখেছেন।
বিগ ব্যাশের চলতি মৌসুমে স্টারসের হয়ে সাত ম্যাচে ৩১.১৬ গড়ে ১৮৭ রান করেছেন পিটারসেন। স্ট্রাইক রেট ১৪৬.০৯। অর্ধশতক দু’টি। এর মধ্যে রয়েছে সিডনি থান্ডারের বিপক্ষে ৪২ বলে ৭৬ রানের বিস্ফোরক ইনিংস। অবশ্য বছরের ২০ ডিসেম্বরের ম্যাচটিতে পিটারসেনের ঝড়ো ইনিংসের পরও ১ রানে হার মানে স্টারস।
এদিকে, পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে মেলবোর্ন স্টারস। শুক্রবার (২২ জানুয়ারি) দ্বিতীয় সেমিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পার্থ স্কোরচার্সের বিপক্ষে মাঠে নামবেন পিটারসেন-ডেভিড হাসিরা।
প্রসঙ্গত, খেলার পাশাপাশি দু’টি অস্ট্রেলিয়ান টিভি চ্যানেলে (চ্যানেল নাইন ও নেটওয়ার্ক টেন) ধারাভাষ্যকারের ভূমিকাটাও সমানতালে চালিয়ে যাচ্ছেন পিটারসেন।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএম