ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনন্য মাইলফলকে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
অনন্য মাইলফলকে সাকিব

ঢাকা: আরেকটি ‘প্রথম’ মাইলফলক ছুঁলেন বাংলাদেশের ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার পর টাইগারদের হয়ে টি-টোয়েন্টি ফরমেটে প্রথম ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।



ক্রিকেটের ক্ষুদ্র ফরমেটে ৫০ উইকেটের হাতছানি নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সঙ্গে ছিল আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরমেটে ৪০০ উইকেটের হাতছাতি। তবে, প্রথম ম্যাচে এক উইকেট পাওয়ায় ৪০০ উইকেটের অপেক্ষা বাড়ে। পরের ম্যাচে কোনো উইকেট না পাওয়ায় অপেক্ষাটা আরও বাড়ে সাকিবের। তৃতীয় ম্যাচেই ছুঁয়ে ফেলেন সেই মাইলফলক। সে ম্যাচে একাই তিনটি উইকেট দখল করেন তিনি।

বাকি ছিল টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে উইকেটের হাফ-সেঞ্চুরি করার। সেটিও হয়ে গেল।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ ওভারে দলপতি মাশরাফি সাকিবের হাতে বল তুলে দেন। সে ওভারে উইকেট তুলে নিতে পারেননি তিনি। প্রথম ওভারে ১০ রান দিয়ে নিজের দ্বিতীয় ওভারেও উইকেটশূন্য থেকে দেন আরও দুই রান। নিজের তৃতীয় ওভারে ২০ রান খরচ করেন সাকিব। ১৭তম ওভারে সিকান্দার রাজাকে ফিরিয়ে দিয়ে এই মাইলফলকে পৌঁছেন সাকিব।

সাকিব ৪২ টেস্টে উইকেট নিয়েছেন ১৪৭টি, ১৫৭ ওয়ানডেতে নিয়েছেন ২০৬টি। আর টি-টোয়েন্টিতে তার উইকেটের সংখ্যায় হাফ-সেঞ্চুরি হয়ে গেল। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরমেটে ৪০০ উইকেট ছাড়াও এ তিন ভার্সনে সাকিবের রান ৮ হাজারের বেশি। টেস্টে তার রান ২৮২৩, ওয়ানডেতে ৪৩৯৮।

টাইগার বোলারদের মধ্যে মাশরাফি তিন ধরনের ক্রিকেটে ৩১০টি, আব্দুর রাজ্জাক ২৭৪টি ও মোহাম্মদ রফিক ২২০টি উইকেট নিয়েছেন। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পাওয়া ৪৬তম বোলার সাকিব। শ্রীলঙ্কার স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন ১৩৪৭ উইকেট নিয়ে এ তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। ১০০১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।